বছরান্তে দীর্ঘ এগার মাস পর ঘুরে আসে মাহে রমাযান। মহান প্রভু তাঁর পরম প্রিয় বান্দাকে কলুষমুক্ত করার জন্য ১২ তম মাহিনা রমাযান মাস দান করেছেন। সেই মোবারক মাহিনা বছর ঘুরে এবারও উপস্থিত। মাহে রমাযান ত্যাগ ও তিতিক্ষার মাস, আত্মসংযমের মাস,...